৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে খুরমা দক্ষিণ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক গ্রেপ্তার

২৭ নভেম্বর, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিক।

সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বকর সিদ্দিককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভায় অংশ নিতে এলে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আবু বকর সিদ্দিক খুরমা দক্ষিণ ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, গ্রেফতারকৃত চেয়ারম্যানকে সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good