২৯ ডিসেম্বর, ২০২৪
ছবি: ছাতকে খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ১১ ইউপি সদস্যের অনাস্থা
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে পরিষদের বিশেষ সভায় রেজুলেশনের মাধ্যমে ১১ জন সদস্য তাকে পূনরায় দায়িত্ব প্রদানে অনাস্থা প্রস্তাব করেন।
১১ জন ইউনিয়ন পরিষদ সদস্য সাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর।
অভিযোগ সূত্রে জানা যায় খুরমা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক চেয়ারম্যান পদে দায়ীত্বে থাকা কালে প্রভাবখাটিয়ে পরিষদকে চরমভাবে উপেক্ষা করে এবং স্বেচ্ছাচারিতার মাধ্যমে যাবতীয় কার্যক্রম একক সীদ্ধান্তে পরিচালনা করে পরিষদের সদস্যদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতেন।
এতে নাগরিকরা সঠিক সেবা পেতে দুর্ভোগ পোহাতে হতো। তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকার পর ও ক্ষমতার দাপটের ফলে কার্যকর কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।
আবু বকর সিদ্দিক একাধিক মামলার আসামি হওয়ায় এবং তিনি পলাতক থাকায় ৮ নং ওয়ার্ডের সদস্য প্যানেল চেয়ারম্যান -১ মহিবুর রহমান তালুকদারকে উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেন।
এতে আবু বকর সিদ্দিক ক্ষমতা ফিরে পেতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউ পি সদস্যদের প্রতি নানা সময় হুমকি ধামকি দিয়া আসছেন।
ফলে ১১ জন ইউপি সদস্যের মতামতের ভিত্তিতে তাকে পূনরায় চেয়ারম্যান পদে দায়িত্ব দিতে অনাস্থা প্রস্তাব করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান ঐ চেয়ারম্যান নীতিমালা অনুযায়ী দায়িত্বের বাহিরে আছেন অত এব উনি চাইলেই দায়িত্ব গ্রহন করতে পারবেনা না।সরকারি নীতিমালা ফলো করতে হবে।
Good news
Good