৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে কেরল খালী নদীতে অবৈধ মাছ ধরা বন্ধের দাবি

১৩ নভেম্বর, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: কেরল খালী নদী

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামার গাঁও-সেওতর পাড়াস্থ কেরল খালী নদী জলমহালের ভাটিতে মৎস্য আইন বিরোধী অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা বন্ধ ও খড়কাটা উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়, কেরল খালী নদীটি মহাসিংহ নদী পর্যন্ত সংযুক্ত এবং এটি সরকারের ৬ নং নিবন্ধিত ছত্রিশ মৌজার ৩৩০ জেএল, ৩১৮৯ দাগের আওতায় প্রান্তিক মৎস্য জীবী ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত। কিন্তু আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতারা অবৈধভাবে নদীর ভাটিতে মৎস্য আইন বিরোধী জাল ও খড়কাটা স্থাপন করে নদীর দুই পাড় ও তলদেশ বন্ধ করে দিচ্ছে। এর ফলে পোনামাছসহ দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ছে, যা রাষ্ট্রীয় মৎস্য সম্পদের অপূরনীয় ক্ষতি করছে।

এভাবে মাছ ধরা বন্ধ হয়ে যাওয়ায় লীজ গ্রহিতারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং স্থানীয় মৎস্য জীবী ও সাধারণ মানুষও পুষ্টির চাহিদা পূরণে অক্ষম হচ্ছেন। অভিযোগকারী রুপসী বাংলা মৎস্য জীবী সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ মিয়া জানিয়েছেন, যদি প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তবে তাদের সদস্যরা অনাহারে মারা যাবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিয়েছেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good