০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে জোর পূর্বক দেয়াল নির্মান করে ভূমি দখলের অভিযোগ

১৫ জানুয়ারী, ২০২৩

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: দেয়াল নির্মান করা ভূমি

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ফকির টিলা মহল্লায় চেলা নদীর পাড়ে ফকির টিলা মৌজায় জে এল ৭১,খতিয়ান ৪৯২, নামজারি খতিয়ান ৫৯৭ ও ৫৯৮এবং ১৮২৫ দাগে ২৬ শতক ভূমির খরিদ সূত্রে মালিক শহরের বাগবাড়ি মহল্লার মৃত হাজী আব্দুস ছোবহান ও তার ছেলে ভানু মিয়া। দু জনেই ১৯৭৭ সালে দুটি দলিলে ১৩ শতক করে খরিদ করে তারা দীর্ঘদিন ধরে এখানে বালি পাথর রেখে ব্যবসা করে আসছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে বালি পাথরের ব্যবসা না হওয়ায় এ ভূমি খালি পড়ে থাকায় স্থানীয় কতিপয় ভূমি খেকো দের লুলুপ দৃষ্টি পড়ে এ ভূমির দিকে। ফলে এখানে রাতারাতি দেয়াল নির্মান করে দখলে নিতে চায় এ ভূমিটুকু। জানাযায় ফকির টিলা মহল্লার বাহারুল হক সহ কতিপয় ভূমি খেকোরা মোকামের নামে চাঁদা দাবি করে প্রতিবছর কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন অটোরিকশার স্ট্যান্ড তৈরি করে। সম্প্রতি এখানে দেয়াল নির্মান করতেগেলে ভূমির মালিক আব্দুস সোবহানের ছেলে আব্দুস শহিদ বাধা দিলে ভূমি খেকোরা তার উপর চড়াও হয়ে উঠে। পরে তিনি দাঙ্গা হাঙ্গামার ভয়ে আইনের আশ্রয় নিয়ে এদের বিরুদ্ধে আমল গ্রহণকারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মামলা নং ২৩/২৩ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ছাতক সুনামগঞ্জে বিবিধ মামলা নং ৭৫/২৩ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মান কাজ স্থগিতের নির্দেশদেন। অভিযোগ রয়েছে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেও তারা নির্মান কাজ অব্যাহত রাখায় যেকোনো সময় উভয় পক্ষের দাঙ্গা হাঙ্গামা সহ অপ্রীতি কর ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে ভুমির উত্তরাধীকারি আব্দুস শহিদ জানান মহল্লার গন্যমান্য লোকজন দের নিয়ে একাধিকবার বিচার শালিস বৈঠক হলেও প্রতিপক্ষের লোকজন মূরব্বি মানেনা গায়ের জোরে যায়গা দখলে নিতে চায়। বারবার সেলফোনে যোগাযোগ করলেও অপর পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good