১৬ মার্চ ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতকে জনচলাচলের রাস্তার প্রবেশ দ্বারে প্রভাবশালিদের স্থাপনা নির্মান

০৬ অক্টোবর, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে জনচলাচলের রাস্তার প্রবেশ দ্বারে প্রভাবশালিদের স্থাপনা নির্মান


সুনামগঞ্জের ছাতক পৌর শহরের মন্ডলী ভোগস্থ হাসপাতাল রোড থেকে ভেতরে কয়েকটি সংখ্যা লঘু সম্প্রদায়ের পরিবারের মানুষজন চলাচলের জন্য একটি রাস্তা রয়েছে এ রাস্তার ভূমি দাতা একই মহল্লার অধীর মালাকার।

ভেতরের বাসা বাড়ির পরিবারের ছেলে মেয়েরা নির্ভিগ্নে স্কুল কলেজে যাওয়া আসা করতে এবং জন চলাচলের স্বার্থের কথা বিবেচনা করে পৌর কতৃপক্ষের মাধ্যমে গত দুই বছর আগে ড্রেন সহ একটি পাকা রাস্তা নির্মানে সহায়তা করেন অধীর মালাকার।

কিন্তু প্রভাব শালী প্রতিবেশী মাওলানা আলাউদ্দিন ও এমাদ উদ্দিনের যায়গা রাস্তা সংলগ্ন থাকায় তারা রাস্তার প্রবেশ দ্বারে এসে পাকা করনে নির্মান কাজে বাঁধা নিষেধ দিয়ে অবৈধ স্থাপনা নির্মান করে  রাস্তার কাজ আটকে দেয়।

ফলে পুরো রাস্তা পাকা হলেও রাস্তার প্রবেশ দ্বার পাকা না থাকায় জন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় মূরব্বী দের মাধ্যমে অনেক শালিস বিচার করেও কোন সুরাহা হয়নি। 

অধীর মালাকার জানান প্রভাব শালী ব্যক্তিরা রাস্তার প্রবেশ দ্বার থেকে অবৈধ অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে জনচলাচলের রাস্তা খোলে দেওয়ার  জন্য স্থানীয় ভাবে কয়েক বার সীদ্ধান্ত হলেও কোন তোয়াক্কাই করছেনা।

বিষয়টি নিয়ে অধীর মালাকার ছাতক পৌর প্রসাশক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যায়াপারে ছাতক পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান ঘটনাটি খুব পুরানা তবে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত এমাদ উদ্দিনের সেল ফোনে কল দিলে তার মোবাইলি বন্ধ পাওয়া যায়।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good