০৮ মার্চ, ২০২৩
ছবি: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালি
সুনামগঞ্জের ছাতকে “স্মাট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্ততি সবসময় ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিন ব্যাপী জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসে বর্নাঢ্য র্যালি, আলোচনাসভা ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া সম্পন্ন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন। সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রটারি সাকির আমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কেএম মাহবুব রহমান। বক্তব্য রাখেন ছাতক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্য মিজানুর রহমান, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমাদ উদ্দিন মানিক, তথ্য আপা বিউটি চক্রবর্তী।
এসময় সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর রত্না রানী মালাকার, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদ মিয়া, উপজেলা পরিসংখ্যান পরিদর্শক আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, মাওলানা ফিরুজ আলী, রুবেল মিয়া প্রমূখ।
সভার আগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয় এবং ছাতক ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগ বিষয়ে প্রস্ততির উপর একটি মহড়া প্রদর্শন করেন। প্রধান অতিথির বক্তব্যে আবু শাহাদাত মোহাম্মদ লাহিন বলছেন যেকোনো দুর্যোগে আমাদেরকে আগে প্রস্ততি নেয়া প্রয়োজন যাতে নিজে বেঁচে ওপরকে বাচাতে সাহায্যে করাযায়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে দুর্যোগ থেকে বাচিয়ে একটি উন্নত বাংলাদেশ কি ভাবে গড়াযায়। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একই সময়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষক লিপি আচার্য সহ নানা বিষয়ে প্রশিক্ষনার্থী নারী গন উপস্থিত ছিলেন।
Good news
Good