০১ মার্চ, ২০২৩
ছবি: জাতীয় বীমা দিবসে আলোচনা সভা
সুনামগঞ্জের ছাতকে “আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও প্রাইম ইসলামি লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের ডিজিএম সাংবাদিক সাকির আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কেএম মাহবুব রহমান, সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সুমন ভট্টাচার্য, এস এফ ডি এফ শাখা ম্যানেজার মোফাজুল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশন সিলেট বিভাগীয় অফিসের জুনিয়র অফিসার নেপাল চন্দ্র দাস, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের ছাতক শাখা এজিএম সুনু মিয়া।
এ সময় সভায় উপস্থিত ছিলেন রুপালি লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের ডিজিএম মাওলানা আব্দুস শহিদ, এজিএম গোলাম মোস্তফা, আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক অফিসার জয়দেব দেবনাথ, প্রাইম লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের বি এম আলমগীর হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স লিমিটেডের এজিএম রাজনা বেগম, মাঠ কর্মি তারেক আহমেদ, উর্মি বেগম, জসিম উদ্দিন, লুবনা বেগম প্রমূখ। আলোচনা সভার আগে একটি র্যারি শহর পদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
Good news
Good