১০ এপ্রিল, ২০২৩
ছবি: দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার স্থির চিত্র
সুনামগঞ্জের ছাতকে জাইকার উদ্যোগে ও সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহায়তায় জাইকার উপজেলা সাব কমিটির দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা সম্পন্ন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
জাইকার জি আই এস প্রকৌশলী রাজিবুল ইসলামের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম, জাইকার দূর্যোগ ব্যবস্থাপনা চিফপ্লানার বিমল চন্দ্র কুড়ি, প্লানার স্পেশালিষ্ট প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.মহসিন আহমেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.ইমান আল হোসাইন, ইউ আর সি মোস্তফা আহসান হাবিব,পি আই ও কে এম মাহবুব রহমান,
জনস্বাস্থ্য উপ প্রকৌশলী মিজানুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টড তপন রুবাম,ইউ পি চেয়ারম্যান গয়াছ আহমদ, সাইফুল ইসলাম, বিল্লাল আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা
দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুন অধিকারি,সহকারি প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়,জাইকার প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুন নূর,শামসুন্নাহার,ফিল্ড ফ্যাসিলিটেটর আখী রানী দাস,টিম লিডার সত্যান্দ্র নাথ মিত্র, সেলেস্টিন ম্রং,পৌর কার্য সহকারী জুয়েল লাল রায় প্রমূখ।
দূর্যোগ মোকাবেলায় সারা দেশে জাইকার ৪৯২ টি উপজেলার মধ্যে ৬ টি পাইলট প্রকল্পের আওতায় ছাতক উপজেলায় কাজ চলছে।