০৮ নভেম্বর, ২০২২
ছবি: দুর্যোগ প্রশমন কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ।
সুনামগঞ্জের ছাতকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উদ্যোগে দুর্যোগ প্রশমন বিষয়ক প্রস্ততি মূলক কর্মশালা সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার ৮ নভেম্বর সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলডিআরআরপি প্রকল্প পরিচালক যুগ্ম সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে জামান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, লিপি বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, পীর আব্দুল খালিক রাজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাকির আমিন, জাইকার টিম লিডার সত্যান্দ্র নাথ মিত্র, এফ এফ সেলে স্টিং ম্রং, আঁখি রানী দাস, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, সহকারি উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর দেবাশীষ রায় প্রমুখ।
Good news
Good