১৫ এপ্রিল, ২০২৩
ছবি: ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
সুনামগঞ্জের ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগ দরিদ্র হতদরিদ্র ও ফকির মিসকিনদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের জাবা মেডিকেল সেন্টারের সামনে ইফতার বিতরণ করেন জাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সাপ্তাহিক সীমান্ত কন্ঠ পত্রিকার প্রকাশক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ইফতার পূর্ব এক আলোচনা সভায় আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন সমাজের দরিদ্র জনগোষ্ঠীকে সন্তোষ্ট করতে পারলেই রোজার আসল ফজিলত হাসিল হবে। রহমত বরকত ও মাগফেরাতের এ মাসে বেশি বেশি করে ইবাদত ও দান খয়রাত করলে আল্লাহর সন্তোষ্টি অজর্ন করাযায়।পবিত্র রমজান মাস কোরআান নাজিলের মাস। এ মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অন্তত জরুরি।
প্রতিটি মানুষের রমজান থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করা উচিৎ। রমজান পেয়ে যে মানুষ গোনাহ মাফকরাতে পারেনি সে একজন হতভাগা। তাই আসুন আমরা নিজেদের পাপ মুছনে আল্লাহর কাছে প্রাথর্না করি।
Good news
Good