১১ Jul, ২০২৪
ছবি: ছাতকে ইউপি চেয়ারম্যান সূফি আলম সোহেলের বিরুদ্ধে চাঁদা বাজি মামলা দায়ের
সুনামগঞ্জের ছাতকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা ও সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি সূফি আলম সোহেলের বিরুদ্ধে চাঁদা বাজি মামলা দায়ের করা হয়েছে।
থানায় এজাহার সূত্রে জানা যায় একই ইউনিয়নের গনেশপুর নোয়াগাঁও গ্রামের মৃত হাজী ফরিদ উদ্দিনের ছেলে বাবুল আহমদের ছাতক শহরের পুরাতন কাস্টমস রোডস্থ ব্যবসায়ীক প্রতিষ্টান মেসার্স জে আলম এন্ড ব্রাদার্সে গত ৭ জুলাই রাতে জুর পূর্বক ডুকে মোটা অংকের চাঁদা দাবি করে কোনকিছু বুঝেউটার আগেই সূফি আলম সোহেল তার সাথে থাকা লোকজন নিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে হামলা করে।
এতে ঘটনাস্থলে কয়েক জন ব্যবসায়ী গুরুতর আহত হলে তাদের কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।মামলার বাদী বাবুল আহমদ জানান সূফি আলম সোহেল আমার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করলে আমি দিতে অপারগতা প্রকাশ করায় আমাকে হত্যার হুমকি দিয়ে আসছে।
তাই আমি নিরাপত্তা হীনতায় ভূগায় সূফি আলম সোহেল সহ ২২ জনকে আসামি করে ছাতক থানায় মামলা নং ১২/১৪৫ তাং ১০-০৭-২০২৪ দায়ের করি।
এব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান চাঁদা বাজি মামলার আসামি দের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
Good news
Good