২৫ মার্চ, ২০২৩
ছবি: আলোচনা সভার স্থির চিত্র
সুনামগঞ্জের ছাতকে ১৯৭১সালের ২৫ শে মার্চ কালরাতের গণ হত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, শিখা সতেরোতে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জলন সহ নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক -দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। ইউ আর সি মোস্তফা আহসান হাবিবের পরিচালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান লিপি বেগম, বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন,
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিব চক্রবর্তী,বীর মুক্তি যোদ্ধা নিজাম উদ্দিন বুলি,বিশিষ্ট রাজনৈতিক বিদ সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়,
প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, শিক্ষক কামাল উদ্দিন, হেলালুল ইসলাম, জেলা সেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, ইসলামিক ফাউণ্ডেশন উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার মাওলানা জিয়াউর রহমান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আফছার আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিব মোস্তফা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমদ, উপজেলা পরিসংখ্যান পরিদর্শক আমিনুল ইসলাম, শিক্ষক অজয় কৃষ্ণ পাল,গোবিন্দ মোহন সরকার,উপ- প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, জয়দেব চন্দ্র দেবনাথ, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মম জয় প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন জাতির এ কান্তি কালে হালধরেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকসেনারা একদিকে গণ হত্যা চালিয়ে দেশকে রক্তাক্ত করে অন্য দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ধরে নিয়ে যায়। দীর্ঘ সংগ্রামের জাতি তার চেতনা ফিরে পায়।এ গণ হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সীকৃতি সময়ের দাবি।
Good news
Good