১৭ Jun, ২০২৫
ছবি: ছাতকে এফ আই ভি ডি বির তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা বিষয়ক সভা।
ছাতকে এফ আই ভি ডি বির তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা বিষয়ক সভা ।
সুনামগঞ্জের ছাতকে এফ আই বি ডি বির সহযোগিতায় ও ট্রান্সফর্মিং লাইভস প্রকল্পের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হল রুমে মঙ্গলবার সকালে এক তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করার লক্ষ্য উপজেলা পর্যায়ে এক এডভোকেসী সভায়
সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুসরাত আরিফিন।
আবাসিক মেডিকেল অফিসার ডা সাইদুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান ।এফ আই ভি ডিবির ট্রান্সফর্মিং লাইভস প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ তৌফিক হোসেন খান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, ইউ পি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সোয়েব আহমেদ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রান্সফর্মিং লাইভস প্রকল্প ব্যবস্থাপক ড. যতন ভৌমিক, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, এফ আই ভি ডিবির প্রকল্প সমন্বয়কারি নীহার সিংহ, হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পুষ্টি বিদ রোমানা শারমিন, আসাদ উল্লাহ আনসারি,এফ আই ভি ডিবির এম এন্ড ই কর্মকর্তা ফাহমিদা কবির চৌধুরী,শহিদুল ইসলাম, শামীমা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপারভাইজার ফারুক আহমদ প্রমূখ।
সভাপতির বক্তব্য ডা.নুসরাত আরিফিন বলেন শিশুদের অপুষ্টি হচ্ছে সমাজের অসচেতন মানুষের স্বাস্থ্যসেবা সঠিক ভাবে নিশ্চিত না হওয়া। আসুন আমরা যারা সচেতন এবং দায়িত্বশীল পদে যাঁরা কাজ করছি আমরা ঐক্যবদ্ধ ভাবে সমাজ থেকে অপুষ্টিতে ভোগা শিশু দের রক্ষায় এগিয়ে আসি। সরকারি ও বেসরকারি সংস্থা গুলোও অপুষ্ট শিশু সনাক্তকরণ বিষয়ে কাজ করায় সমাজ থেকে একদিন অপুষ্টি দূর হবে।
Good news
Good