২৪ ডিসেম্বর, ২০২৪
ছবি: ছাতকে এফ আই ভি ডি বির অবহিত করণ সভা চলাকালীন সময়ে
সুনামগঞ্জের ছাতকে এফ আই ভি ডি বির উদ্যোগে ও সেভ দ্যা চিলড্রেনের সহযোগীতায় এক অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিত করণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমানের সভাপতিত্বে ও এফ আই ভি ডি বির প্রকল্প কর্মকর্তা আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম,
ইসলাম পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট সূফি আলম সোহেল, নোয়ারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, চরমহল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভারপ্রাপ্ত আব্দুল মতিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, প্রকল্পের প্রেজেন্টেশন শেয়ার করেন ফুজায়েল আহমেদ, ও রাইমস এর প্রোগ্রাম ম্যানেজার ফখরুল আরেফিন।
প্রজেক্ট অফিসার, সেভ দ্য চিল্ড্রেন। উপস্থিত ছিলেন আরীফ রব্বানী প্রজেক্ট অফিসার ও প্রকল্পের অন্যান্য কর্মী গণ।
উল্লেখ্য যে ইউএসএইডের আর্থিক সহায়তায়, সেভ দ্য চিল্ড্রেন এর সার্বিক সহযোগিতায় এফ আই ভিডিবি ছাতক উপজেলায় ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি ইউনিয়ন নোয়ারাই ও চরমহল্লা ইউনিয়নে প্রাথমিক কার্যক্রম শুরু করবে।
Good news
Good