৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অপরাধ

ছাতকে দু'পক্ষের বিরোধে পিতাপুত্র আহত থানায় পাল্টা পাল্টি অভিযোগ

১৯ অগাস্ট, ২০২৩

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতকে দু'পক্ষের বিরোধে পিতাপুত্র আহত থানায় পাল্টা পাল্টি অভিযোগ


সুনামগঞ্জের ছাতকে দু'পক্ষের বিরোধে পিতাপুত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

থানায় অভিযোগ সূত্রে জানা যায় শহরের শাহজালাল আবাসিক এলাকায় গত ১৬ আগষ্ট বিকেলে প্রতিবেশী আব্দুস ছালাম রুবেলের ছেলে ছিদ্দিকুর রহমান অভি বাচ্চা দের নিয়ে বিকেলে খেলতে গেলে একই এলাকার ইলিয়াছ মিয়া টাওয়ারের দারওয়ান এলাইছ মিয়া শিশু অভিকে মারধর করে।

 পরে  শিশু অভি তার পিতা রুবেলকে বিষয়টি জানালে রুবেল রাত ১২টায় তার ছেলেকে নিয়ে ইলিয়াছ মিয়া টাওয়ারের  মালিক অধ্যাপক ফখর উদ্দিন মোহাম্মদ স্বপনের কাছে বিচার প্রার্থী হলে স্বপন ও তার ভাই  আপন দুজনে মিলে রুবেল ও তার শিশু পুত্র অভিকে মারধর করেন।

 রুবেল আরও অভিযোগ করেন ১৭ আগষ্ট সন্ধ্যায় স্বপন ও তার  সহযোগীরা রুবেলের উপর হামলা করেছেন।

 এ বিষয়টি নিয়ে স্বপনের ভাই মহি উদ্দিন আপন এবং  ওপর পক্ষ আব্দুস সালাম রুবেল বাদি হয়ে পাল্টা পাল্টি অভিযোগ করেছেন ছাতক থানায়। রুবেল জানান আমার পঞ্চম শ্রেনী পড়ুয়া আহত ছেলেকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।বিষয়টি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান এঘটনা দু'পক্ষই অভিযোগ দায়ের করেছে। একটি মামলা হয়েছে। এ ঘটনায় মহি উদ্দিন আপন জানান আমি আমার ভাই ফখর উদ্দিন স্বপনকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে  রয়েছি।
 

 

Related Article