০৭ ডিসেম্বর, ২০২২
ছবি: কৃষক দের মধ্যে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন প্রদান।
সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা কার্যালয়ের উদ্যোগে দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যর অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাত করণ কর্মসূচী প্রকল্প ভূক্ত দলের ৩দিন ব্যাপী সদস্যদের মধ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রনব লাল দাসের পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বি আর ডি বির উপ-পরিচালক মোহাম্মদ সারওয়ার মাহফুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন মিয়া, লিপি বেগম। এসময় প্রশিক্ষনার্থী দের মধ্যে উপস্থিত ছিলেন তাহাজ্জুদ আলী, হাসান আলী, মোহাম্মদ গয়াছ মিয়া, শ্রীবন মালী দেবনাথ, একলাছ মিয়া প্রমূখ ।