২৬ জানুয়ারী, ২০২৩
ছবি: ছাতকে চন্দ্র নাথ বালিকা বিদ্যালয়ে সরস্ততী পূজ
সুনামগঞ্জের ছাতকে চন্দ্র নাথ বালিকা উচ্চবিদ্যালয় সহ উপজেলার সকল বিদ্যালয় গুলোতে সনাতন ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস অনুযায়ী বিদ্যাদেবীর আরাধনায় বাণী বন্দনায় সরস্বতী পূজা দিন ব্যাপী অনুষ্ঠান গুলোর মধ্যে ছিল সকালে প্রতিমা স্থাপন, পূজা শুরু করে অঞ্জলী প্রদান, প্রসাদ বিতরণ। বৃহস্পতিবার সকালে চন্দ্র নাথ বালিকা উচ্চবিদ্যালয়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রামা নন্দ চক্রবর্তী, শিক্ষক দিপক রঞ্জন দাস, সত্যেন্দ্র চন্দ্র দাস, অমরেশ সরকার সঞ্জু, সুশান্ত শর্মা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য করুনা সিন্ধু রায়, অভিভাবক মনতোষ ঘোষ, তপন পাল, রুপক গোস্বামী, বিদ্যালয়ের ছাত্রী পুস্পিতা দেবনাথ, শ্রেয়া সরকার, আস্তরা পাল, রিয়া আচার্য, পিংকি দাস, পৃথা রায়, পূজা শর্মা প্রমূখ। এদিকে ছাতক সরকারি বহু মূখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়েও পূজা উদযাপন করা হয়েছে বিদ্যালয়ের সহকারি শিক্ষক অজয় কৃষ্ণ পালের পরিচালনায় নানা অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
Good news
Good