২১ অক্টোবর, ২০২২
ছবি: পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। বৃহষ্পতিবার (২০অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিজ্ঞান বিষয়ক লিখিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ ইসলাম উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার বিজয়ী ছাতক বহুমুখী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাইগাঁও উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় পুরস্কার বিজয়ী হয়েছে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়।
Good news
Good