১৮ জানুয়ারী, ২০২৩
ছবি: পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে খেলার মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুয়েব আহমদ, ছাতক সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দেলোয়ার হোসেন, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আফরাজ আলী, সমতা স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুর রব, উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান,
সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিলীপ মজুমদার, হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাজিদুর রহমানও ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আওলাদ হোসেন। সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
Good news
Good