১১ মার্চ, ২০২৫
ছবি: ছাতকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী চলাকালীন সময়ে
ছাতকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী।
সুনামগঞ্জের ছাতকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৌর সভার উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিভিন্ন শ্রেণী পেশার নারী দের অংশগ্রহণে ফ্যাষ্টুন হাতে নিয়ে এক র্যালী শহর পদক্ষিন করে পৌর সভার কার্যালয় প্রাঙ্গনে শেষ হয়। পৌর মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম।
পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও পৌর কাউন্সিলর গোপাল চন্দ্র দাস,
ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, আশরাফ উজ্জামান ভূইয়া, রাইমা বেগম, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, শিক্ষক ফারুক আহমদ, মানিক মিয়া লিটু,সাবিনা ইয়াসমিন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী দ্বিগেন্দ্র কুমার দাস, পৌর কর আদায় কারি জামাল উদ্দিন, রতন চন্দ্র দে, শিলা রানী দে, যুবরাজ চৌধুরী শরিফ, শিক্ষক আম্বিয়া বেগম প্রমূখ।
অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে নগর পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিইডি) এর সহযোগিতায় সকল শ্রণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান গুলো।
Good news
Good