১৩ অক্টোবর, ২০২২
ছবি: ছাতকে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা
সুনামগঞ্জের ছাতকে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান। বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপি বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ফায়ার ফাইটার আনিছ রানা,শফিকুল ইসলাম, আয়ুবুর রহমান, আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের উপ -প্রশাসনি কর্মকর্তা অরুণ অধিকারী,জয়নাল আবেদীন, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা আসাদ আলী প্রমূখ।
Good news
Good