১৯ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: সংগৃহীত
ছাতকের গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় ময়না মিয়া নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। শনিবার সকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ গোল চত্ত্বর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ময়না মিয়া উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর- মল্লিকপুর গ্রামের মছদ্দর আলীর পুত্র। স্থানীয়রা জানান, সকালে সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপভ্যান গোবিন্দগঞ্জ গোল চত্ত্বর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ময়না মিয়াকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত ময়না মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু ঘটে। জয়কলস হাইওয়ে থানার ওসি মোহাম্মদ সেলিম- সড়ক দূর্ঘটনায় ময়না মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।