৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতক উপজেলাকে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে

১১ Jun, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতক উপজেলাকে ভূমিহীন মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে


সুনামগঞ্জের ছাতক উপজেলাকে ভূমিহীন মুক্ত উপজেলা   ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮৫৬৬ টি ভূমিহীন - গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। বঙ্গ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন।

এ সময় ছাতক উপজেলা সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু- নাসির, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান,

ছাতক থানার ও সি তদন্ত মোহাম্মদ কমর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজিব মোস্তফা, আর এম ও ডা.সাইদুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রক্টর মোস্তফা আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, উপজেলা ক্ষুদ্র ও কৃষি উন্নয়নের ব্যবস্থাপক মোফাজ্জল হোসেন,

 ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী,জিতেন বর্মন জয়,জায় দেব চন্দ্র দেবনাথ, উপজেলা ভূমি অফিসের নাজির নবজ্যোতি চক্রবর্তী মোহন প্রমূখ। 

অনুষ্ঠান শেষে ছাতকের ভূমিহীনদের কাছে জমির দলিল ও চাবি তোলে দেওয়া হয়।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good