৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতক উপজেলা প্রানিসম্পদ দপ্তরের উদ্যোগে সফল খামারি হিসেবে ফয়ছল আহমদকে সম্মাননা প্রদান

০৪ অগাস্ট, ২০২৩

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতক উপজেলা প্রানিসম্পদ দপ্তরের উদ্যোগে সফল খামারি হিসেবে ফয়ছল আহমদকে সম্মানা প্রদান।


সুনামগঞ্জের ছাতক  উপজেলা প্রানি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলার সফল খামারি হিসেবে  উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি ফয়ছল আহমদকে সম্মাননা ও সনদ পত্র প্রদান করা হয়েছে। প্রাকৃতিক ভাবে লালনপালন করে  গরু মোটাতাজা করনে খামারিদের মধ্যে  উৎসাহ যোগাতে প্রানিসম্পদ দপ্তরের  ভেটেরিনারি সার্জন ডা. ইমান আল- হোসাইন নিজ উদ্যোগে এক প্রতিযোগীতার আয়োজন করেন।এতে উপজেলার খামারিরা উৎসাহ উদ্দিপনার মাধমে অফিসে নাম নিবন্ধন করে ৭ টি খামার প্রতিযোগীতায় অংশ গ্রহন করলে প্রতিটি খামারে ৩ সদস্যের বিচারক টিম উপস্থিত হয়ে যাচাই বাছাই করে ”কনটেষ্ট ফর সুপার অক্স প্রতিযোগীতায় বিজয়ী হয় ফয়ছল এগ্রোফার্ম। এতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর হতে সমন্বিত আদর্শ খামারের সত্ত্বাধিকারী ফয়ছল আহমদকে উপজেলার সফল খামারি হিসেবে বিজয়ী ঘোষণা করায় ৩ জুলাই বৃহস্পতিবার সকালে ছাতক সরকারি কলেজ মাঠে হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন খামারিদের মধ্যে হাসঁ মুরগী ছাগল খাদ্য ও ঘর বিতরণী অনুষ্ঠান শেষে  অনুষ্টানের প্রধান অতিথি  ছাতক -দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের হাত থেকে সম্মাননা ও সনদ পত্র গ্রহন করেন উপজেলার সফল খামারি ফয়ছল আহমদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা( ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন ডা.ইমান আল- হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, ভাইস চেয়ারম্যান লিপি বেগম, রাজনীতিবিদ সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সূফী আলম সোহেল, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন প্রমূখ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good