১৩ অগাস্ট, ২০২৪
ছবি: ছাতক থানা পুলিশের কার্যক্রম শুরু
ছাতক থানা পুলিশের সকল কার্যক্রম সোমবার থেকে শুরু করা হয়েছে। পাশাপাশি নৌ-পুলিশ,ট্রাফিক পুলিশের কাজও শুরু হয়েছে।
এ দিকে সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা নিয়ে সেনা,পুলিশ ও জনপ্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনী ছাতক ইউনিটের অধিনায়ক মেজর মোহাম্মদ আল- জাবির আসিফ পিএসসি।
উপস্থিত ছিলেন ছাতক থানার ওসি ( তদন্ত ) মোঃ কমর উদ্দিন,এস আই শফিকুল ইসলাম, ছৈলা আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ,ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, ইসলাম পুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুহি আলম সুহেল,উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ,
ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম,নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা,সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল,গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হাজী সুন্দর আলী, কালারুকা চেয়ারম্যান অদুদ আলম,
দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, জাউয়া বাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক, দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম,চর মহল্লা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মিয়া সহ সকল ইউনিয়নে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বরত শিক্ষকও ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
Good news
Good