৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতক পৌরসভার উন্নয়নের দাবিতে স্মারক লিপি প্রদান

২০ অগাস্ট, ২০২৪

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতক পৌরসভার উন্নয়নের দাবিতে স্মারক লিপি প্রদান

 

সুনামগেঞ্জের ছাতক পৌরসভার উন্নয়নমূলক কাজকে গতিশীল করা ও শহরের সৌন্দয্য বর্ধনের লক্ষে জনস্বার্থে ছাত্র সমাজ ১২ দফা দাবি উত্থাপন করে পৌর কর্তৃপক্ষের কাছে এক স্মারক লিপি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে মেয়র না থাকায় ছাত্র সমাজের দেয়া স্মারক লিপি গ্রহণ করেন পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, হাজী নাজিম উদ্দিন, ,সফিকুল ইসলাম ও পৌর সভার কর আদায়কারী জামাল উদ্দিন। 

ছাত্র সমাজের দাবির মধ্যে রয়েছে ১. বিগত ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় ছাতক  সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ অনতিবিলম্বে সংস্কার করে সবার জন্য উন্মুক্ত করে দেয়া। ২.ছাতক পৌর এলাকায় ময়লা ফেলার জন্য বাসায়-বাসায় অথবা পয়েন্টে-পয়েন্টে 

পর্যাপ্ত ডাস্টবিন সরবারাহের ব্যবস্থা করা এবং সেন্ট্রাল ডাম্পিং স্টেশনের কাজ তড়িৎ গতিতে শেষ করা।

৩.পৌরসভার অভ্যন্তরের ফেরিঘাট সমূহে ইজারাদার কর্তৃক সাধারণ মানুষদের হয়রানি বন্ধ এবং সরকারের নির্ধারণকৃত ভাড়া আদায় করা। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা। ৪. ছাতকের কেন্দ্রীয় শহিদ মিনার সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করা। ৫.ছাতক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সংস্কারকৃত পুকুর রক্ষণাবেক্ষনের দায়িত্ব পৌরসভাকে গ্রহণ করা।

৬.পৌরসভার গুরুত্বপূর্ণ স্হানকে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।৭.ছাতক টু সিলেট রোডে সিএনজিভাড়ার যৌক্তিক সংস্কার করা ৮.শহরের  কাস্টমস রোডে পৌর সভার পক্ষ থেকে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা।

 ৯.ছাতকের মূল পয়েন্টের ফুটপাত হকারথেকে মুক্ত করে জন সাধারণের দুর্ভোগ লাঘব করা।১০ ছাতক পৌর এলাকায় সুনামধন্য প্রতিষ্টান ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার সামনের রাস্তা ও মুক্তির গাঁও গ্রামের প্রবেশ পথে বট গাছ সংলগ্ন রাস্তার দ্রুত সংস্কার সাধন।১১.যত্রতত্র গাড়ি পার্কিং ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের জন্যপৌরসভার পক্ষ থেকে কার্যকরী উদ্দ্যোগ গ্রহণ করা।১২. সকল ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংস্কার করণ।

উল্লেখিত ১২ টি দাবি ছাত্র সমাজের পক্ষ থেকে করা হয়েছে। পৌর সভার কাউন্সিলরবৃন্দ ও পৌর সভার 

কর আদায়কারী এ সময়  ছাত্র সমাজের সকল দাবির প্রতি একমত পোষণ করে অতি দ্রুত দাবি গুলো পুরণের আশ্বাস প্রদান করেছেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good