২৮ এপ্রিল, ২০২৫
ছবি: ছাতক পৌর শহরে জলাবদ্ধতায় নাগরিক জীবন অতিষ্ঠ
ছাতক পৌর শহরে জলাবদ্ধতায় নাগরিক জীবন অতিষ্ঠ।
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে জলাবদ্ধতার ফলে নাগরিক জীবন অতিষ্ঠ। সামান্য বৃষ্টি হলেই শহরের জালালিয়া ফাজিল মাদ্রাসা সামনে, তাহির প্লাজার সামনে, বাগবাড়ি, মন্ডলী ভোগ, চরের বন্দ,হাসপাতাল রোড,মোগল পাড়া ও তাতিকোনা মহল্লার অলিতে-গলিতে পানি জমে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। খোলা ড্রেন গুলোতে সারা বছরের ময়লা আবর্জনার বাগাড় আর বৃষ্টির পানি একত্রিত হয়ে নোংরা কালো পানির সৃষ্টি হলে আশপাশের পরিবেশ দুষিত হয়ে পড়ে। ফলে জলাবদ্ধতা আর নোংরা আবর্জনা ডিঙ্গিয়ে মানুষ ঘর থেকে বের হওয়ার অনুপযোগী হয়ে পড়ে। বিগত আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের মেয়র আবুল কালাম চৌধুরী প্রায় ২০ বছরের উপরে দায়িত্ব পালন করলেও আশানুরূপ কোন উন্নয়ন কাজ না করে নিজেদের আখের গোছানোতে ব্যস্ত থাকায় প্রথম শ্রেনীর এ পৌর সভায় তেমন কোন উন্নয়ন কাজ না হওয়ায় নাগরিকদের ভোগান্তির শেষ নেই। তার মেয়াদ কালে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বেশিরভাগ ড্রেন গুলোর উপর ডাকনা না দিয়ে নির্মান কাজ করায় ময়লা আবর্জনা জমে পানি উপচে পড়ে এসব জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন জানান বিগত দিনে সঠিক পরিকল্পনা অনুযায়ী পৌর পরিষদের পরামর্শ মত অবকাঠামো উন্নয়ন কাজ না করায় শহরের ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশন জটিল আকার ধারণ করেছে।
ছাতক পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান শহরের জলাবদ্ধতা একটি পুরাতন সমস্যা এর সমাধানের জন্য আমি মন্ত্রনালয়ে চিঠি লিখেছি বরাদ্দ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Good news
Good