১৪ ডিসেম্বর, ২০২৪
ছবি: ছাতক মধ্যে বাজার ব্যবসায়ী পরিষদ নির্বাচনে সভাপতি কালা মিয়া ও সাধারণ সম্পাদক সাদিক মিয়া তালুকদার।
সুনামগঞ্জের ছাতক মধ্যবাজার ব্যবসায়ী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে এ নির্বাচন অনুষ্ঠিত
হয়।ছাতক বাজার চাঁদনীঘাট এলাকায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে প্রার্থীগণ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোট ২৪৮ ভোটারের মধ্যে ২৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন ও ভোট গ্রহণ
শেষে ফলাফল ঘোষণা করেন সুনামগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আব্দুল হাই কালামিয়া। সাধারণ সম্পাদক পদে কাপ পিরিচ প্রতীকে ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাদিক মিয়া তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে ৮০ ভোট পেয়ে বিজয় লাভ করেন শ্যামল দাস।
Good news
Good