০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ছাতক হাইস্কুলের পুকুর পরিস্কার করে দৃষ্টি নন্দন করার দাবি ব্যবসায়ীদের।

০৮ Jul, ২০২৫

সাকির আমিন,
সুনামগঞ্জ জেলা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছাতক হাইস্কুলের পুকুর পরিস্কার করে দৃষ্টি নন্দন করার দাবি ব্যবসায়ীদের।

ছাতক হাইস্কুলের পুকুর পরিস্কার করে দৃষ্টি নন্দন করার দবি ব্যবসায়ীদের।

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়( হাইস্কুলের)  ঐতিহ্যবাহী শতবর্ষী পুকুরটিতে ময়লা আবর্জনা ফেলে দূষিত করে ফেলেছে কতিপয় লোকজন।  পরিত্যক্ত এ পুকুরটি মর্জাপুকুরে পরিনত হয়েছে। বছরের বার মাস পানি থাকলেও পুকুরটিকে রক্ষণাবেক্ষণের কোন ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ। 

ফলে পুকুরের পানিতে ময়লা আবর্জনা ও আগাছা জমে পানি দুর্গন্ধ হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।আগাছা গুলোতে লুকিয়ে থাকা বিষধর সাপ গুলো স্থানীয়দের প্রাণনাসের হুমকির সম্মুখীন হয়ে দাড়িয়েছে।ছাতক পৌর এলাকায় পানির স্তর প্রায় ৩০ ফুট নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির অভাব রয়েছে। পুকুরটি রক্ষণাবেক্ষণ করে পানি ব্যবহারের উপযোগী করে তোলতে পুকুরের পাশে তাহির প্লাজার শুক্রিয়া শাড়ি ঘরের স্বত্তাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুকিত সহ কয়েকজন ব্যবসায়ী মিলে পৌর প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেছেন।পুকুরটিকে রক্ষণাবেক্ষণ করে একটি দৃষ্টি নন্দন পুকুর হিসাবে গড়ে তোলার জন্য। কতৃপক্ষ খেয়াল না করায় ৫৩ শতক ভূমির উপর এ পুকুরটির পূর্ব দিকে বেদখল হয়ে পড়েছে।অচিরেই পুকুরের বিষয়ে ব্যবস্থা না নিলে একসময় পুরো পুকুরটাই বেদখলের আশংকা করছেন স্থানীয়রা।এছাড়া শহরে আগুন লাগলে দমকল বাহিনী পানি সংগ্রহ করতে হলে এ পুকুরই ভরসা। এ ব্যাপারে ছাতক সরকারি বহু মূখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান পুকুর পরিস্কার বা রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যালয়ে কোন তহবিল নেই। তবে পৌর কতৃপক্ষ উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ তরিকুল ইসলাম জানান স্কুল থেকে আমার বরাবর লিখিত আবেদন বা প্রস্তাব করলে আমি ব্যবস্থা গ্রহন করতে পারি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good