৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

ছাগল আনতে গিয়ে কিশোরী ধর্ষণ, গ্রেফতার ১

২৮ অক্টোবর, ২০২২

আবদুল ওহাব বাবুল,
কোম্পানীগঞ্জ উপজেলা (নোয়াখালী) প্রতিনিধি

ছবি: ধর্ষণ গ্রেফতার ১জন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোরী(১৫) ধর্ষণের অভিযোগে ১ যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মো. মহিম (২১) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরদরবেশ এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যার সময় উপজেলার চর এলাহী ইউনিয়ন থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, গত বুধবার ২৬ অক্টোবর দুপুর ২,টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের চর উমেদ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরী তার বাবার বাড়িতে গৃহস্থালির কাজ করে এবং ৩টি ছাগল লালন-পালন করে।

অভিযুক্ত যুবক তাহাদের একই এলাকার থাকতো, সে ব্রিকফিল্ডে কাজ করে। ওই কিশোরীকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় নানা ধরনের খারাপ কতা-বার্তা বলে।

গত মঙ্গলবার সকাল ১০টার সময় নির্যাতিত কিশোরীকে মহিম খারাপ কাজের প্রস্তাব দেয়। রাত ১০টার দিকে শহিদ মাঝির বাড়ির পাশে যেতে বলে।

ভিকটিম তার কথামত রাতে ওই স্থানে না যাওয়ায় সেই ক্ষোভের বশবর্তী হয়ে তার ক্ষতি করার জন্য অপেক্ষা করতে থাকে।

বুধবার দুপুর ২,টার দিকে ওই কিশোরী চর উমেদ গ্রামে তার বাড়ির পাশের একটি খেত থেকে ছাগল আনতে যায়। তখন মহিম তাকে সেখানে একা পেয়ে খেত থেকে মুখ চেপে ধরে পাশের ঝোপের ভিতরে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার একমাত্র আসামি মহিমকে পুলিশ গ্রেফতার করেছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Article