০৪ ডিসেম্বর, ২০২২
ছবি: মনোনয়ন পত্র জমা দিচ্ছেন সাদ ও ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
আসন্ন বাংলাদেশ ছাত্রলীগের ৩০ তম জাতীয় সম্মেলনে শীর্ষ পদ কারা পাচ্ছেন এনিয়ে সবমহলেই চলছে নানা আলোচনা। ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফেনীর সাদ বিন কাদের চৌধুরী।
ক্লিন ইমেজধারী হিসেবে সুপরিচিত ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন সাদ বিন কাদের চৌধুরী।
সাদ বিন কাদের চৌধুরীসহ মনোনয়ন পত্র জমাদান কালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহাম্মদ তপু ও সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ।
সাদ বিন কাদের চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর সদ্য সাবেক স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ী ফেনী জেলার পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ গুথুমা গ্রামের আনসার আলম চৌধুরী বাড়ী।
সাদ বিন কাদের চৌধুরী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ জয় ও লেখক নেতৃতাধীন কমিটির উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ও গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। সাদ বিন কাদের চৌধুরী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগ থেকে মাষ্টার্স শেষ করে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ অধ্যয়ন করতেছেন।
করোনা মহামারিতে "জয় বাংলা অক্সিজেন সেবা' নামের সংগঠনের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীদের মাঝে অক্সিজেন সরবরাহ করে সাদ বিন কাদের চৌধুরী বেশ সুনাম অর্জন করেন। আরোও উল্লেখ্য, একটি নতুন ভোরের প্রতিক্ষা শ্লোগান নিয়ে
সাদ বিন কাদের চৌধুরী করোনা মহামারিতে "জয় বাংলা অক্সিজেন সেবা' নামের সেবামূলক সংগঠন গড়ে তুলেন। উক্ত সংগঠনটি
সারাদেশে মোট ১১ হাজার ৮৯ জন করোনা আক্রান্ত রোগীর মাঝে বিনা পয়সায় অক্সিজেন সরবরাহ করেন। উক্ত সংগঠনের মাধ্যমে সাদ বিন কাদের চৌধুরী করোনা কালীন সময়ে সকল মহলে প্রশংসীত হয়েছেন।