২৪ অক্টোবর, ২০২৪
ছবি: ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন
সম্প্রতি হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে মাধবপুর উপজেলার ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবুর ফেসবকে পোস্ট এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২২অক্টোবর) উপজেলা ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবু তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন,আমার ভাই ব্যারিস্টার সাইদুল হক সুমনের নিঃশর্ত মুক্তি চাই।অন্যতায় আন্দোলন চলবে।
প্রসঙ্গত, ওই ছাত্রলীগ নেতা নিজেও এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতার মামলায় আসামি।