১৩ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: বসন্তরাজ
শিমুলের ফুল প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। শিমুলের ফুল প্রকৃতিকে দিয়েছে এক নতুন রূপ। শিমুল গাছে ফুলের মাঝে মিশে কোকিলের মধুর সুরে গান আমাদের সকলকে মনে করিয়ে দেয় ঋতুরাজ বসন্তকে। শীতের রাজা বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস মিলে হয় বসন্তকাল। শীত কাটতে না কাটতেই চলে আসে বসন্তরাজ। এসময় ভোরে শরীর শিরশির করে হালকা শীতকে অনুভব করতে দারুণ লাগে। এজন্যই বসন্তকাল কে নাতিশীতাষ্ণ বলা হয়ে থাকে। বসন্তকালে নানা ধরণের ফুল ফোটে ও চারদিক থেকে ফুলের সুভাষ পাওয়া যায়। আম ও কাঁঠাল গাছে ফুলের দৃশ্যও কিন্তু কম নয়।
আজ ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে যেন এক নতুন বসন্ত শুরু হচ্ছে। ছেলে-মেয়েরা যেন নতুন নতুন পোষাক পড়ে বসন্তর সাঝে মেতে উঠেছে।
হঠাৎ করে কোথাও যেন বসন্ত হারিয়ে যাচ্ছিলো। যেমন বিলেতিদের জন্য বসন্তবন্দনা খুবই স্বাভাবিক, শরতকালে চারদিকে সাদা তুষার, ঠান্ডায় জীবন যায় যায়, গাছপালায় কঙ্কালের মতো নিষ্পত্র শাখা, তারপর আসে বসন্ত, প্রাণ ফিরে আসে চরাচরে, গাছে গাছে, পাতায় পাতায়, মানুষের জীবনে।
বাংলাদেশে বসন্তে ফুলই বা কই। বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, তার সঙ্গে বর্ষা কিংবা শরতের সম্পর্ক থাকতে পারে, বসন্তের সম্পর্ক নেই, আর ঢাকা শহরকে সবচেয়ে সুন্দর দেখায় কৃষ্ণচূড়ার কালে, পলাশ কিংবা শিমুলে কালে নয়।