৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না" জাতীয় নির্বাহী কমিটির সদস্য -এম এ মতিন

৩০ মে, ২০২৩

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: মান্দায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাত মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর মান্দা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩০ মে) বেলা ৪টায় প্রাথমিক শিক্ষক সমিতির মিলায়তনে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে  এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম বাবুল চৌধুরী  সভাপতিত্বে এবং সামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য জাতীয় নির্বাহী কমিটির, বি এন পি ও সাবেক আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, এম এ মতিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ কে এম নাজমুল হক নাজু, যুগ্ন আহবায়ক মান্দা  উপজেলা বিএনপি, মোহাম্মদ তোফাজ্জল হোসেন টুকু, যুগ্ন আহবায়ক মান্দা উপজেলা বিএনপি, মোহাম্মদ মোজাম্মেল হক মুকুল, যুগ্ন আহবায়ক মান্দা উপজেলা বিএনপি, মোঃ মোখলেসুর রহমান মাকে, সাবেক সভাপতি, মান্দা উপজেলা বিএনপি, ডাঃ ইকরামুল বারী টিপু, সাবেক সাধারণ সম্পাদক, মান্দা উপজেলা বিএনপি, শ্রী মনোজিৎ কুমার সরকার, সাবেক সহ-সভাপতি, মান্দা উপজেলা বিএনপি, বেলাল হোসেন, সাবেক চেয়ারম্যান, প্রসাদপুর ইউ,পি,স্বপন মাষ্টার, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 


প্রধান অতিথির বক্তব্য এম এ মতিন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না। সকল নেতাকর্মীকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা  রাখার জন্য শপথ গ্রহণ করান । এবং উপস্থিত নেতৃবৃন্দ ও শপথ গ্রহণ করেন। 


বক্তব্য শেষে সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের  মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া এবং  মান্দার সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামানিক সহ গণতন্ত্র পুরুন্ধানের সংগ্রামে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Related Article