১৪ এপ্রিল, ২০২৪
ছবি: শাজাহানপুরে মঙ্গল শোভাযাত্রার চিত্র
বাংলা ১৪৩১ বরণ উপলক্ষে বগুড়া শাজাহানপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল)সকাল ৯.৩০ ঘটিকার দিকে শাজাহানপুর উপজেলা থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা- বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় ঢাক-ঢোলের তালে তালে নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম তুলে ধরা করা হয়। প্রত্যেকের হাতে, ভ্যানে, মাথায় বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী বিভিন্ন প্রতীকী উপকরণ, রঙ-বেরংয়ের নানা প্রাণির প্রতিকৃতি যেমন ঘোড়া, হাতি, মাছ, পালকি, ঘোড়ার গাড়ি, মোরগের লড়াই, পেঁচা প্রতিকৃতি ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রায় বগুড়া শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু,উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম,শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম,সরকারি বেসরকারি বিভিন্ন উর্ধতন কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Good news
Good