১৫ নভেম্বর, ২০২২
ছবি: সংবাদ সম্মেলন
চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী রিয়েল এস্টেট ও ফার্নিচার ফেয়ার ‘বিল্ড এক্সপো-২০২২’ আগামী বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে শুরু হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে নগরীর মেহেদীবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী।
এ সময় লিখিত বক্তব্যে পিটুপি’র পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার বলেন, বিল্ডিং কনস্ট্রাকশন, ইন্টেরিয়র ডিজাইন, বিল্ডিং ম্যাটেরিয়াল এবং ফার্নিচারের প্রদর্শনী ও এক্সক্লুসিভ অফার ও ছাড় নিয়ে বিল্ড এক্সপো-২০২২ আয়োজিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় এক্সপো’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন- চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং পিটুপি’র প্রতিষ্ঠাতা ও জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এই মেলায় ভবনের ডিজাইন থেকে শুরু করে নির্মাণ এবং পুরাতন ভবন সংস্কারসহ সব ধরনের কনসালটেন্সি, অভিজ্ঞ প্রকৌশলীদের মতামত ও পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে। এতে স্টিল, সিমেন্ট ও ফার্নিচার উৎপাদনকারী ২০-২৫টি প্রতিষ্ঠান অংশ নেবে।
মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলাদা ডিসকাউন্টে সেবা গ্রহণ করা যাবে।