১৬ জানুয়ারী, ২০২৫
ছবি: বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচির একাংশ
বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘঠিকায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনে বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন মিষ্টির উপর বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উক্ত কর্মসূচিতে বাংলাদেশের শীর্ষ স্থানীয় মিষ্টি ও মিষ্টিজাত পন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
একই সাথে সারাদেশব্যাপী বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর আওতাধীন অঞ্চল গুলোতে ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এর পক্ষে সভাপতি,সহসভাপতি,মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য ব্যাক্তিবর্গ মিষ্টান্ন সেক্টরে ভ্যাট বৃদ্ধির ক্ষতিকর প্রভাব তোলে ধরেন একই সাথে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের জোর দাবী জানান।
ভ্যাট বৃদ্ধি না করে ভ্যাট আরোহনের ক্ষেত্র সম্প্রসারিত করে রাজস্ব আদায় বাড়ানোর জন্য সরকারকে আহ্বান জানান এবং অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের যৌক্তিক কারণ সহ নিম্নরোপ দাবীসমূহ উল্লেখ করেন।
১.অতিরিক্ত ভ্যাট আরোপে মিষ্টান্ন ব্যাবসা ক্ষতির সাথে সাথে অগ্রসরমান/বর্ধিষ্ণু দুগ্ধখাত ক্ষতিগ্রস্ত হবে।২। অতিরিক্ত ভ্যাট প্রদানে জনগণের অনীহার কারণে ভ্যাট সংগ্রহ বাধাঁগ্রস্ত হবে।৩। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে ১৫%ভ্যাট অনৈতিক ও অমানবিক। উন্নত বিশ্বে ভ্যাটের হার আরও কম ও নমনীয় ৪। ২০২৩-২০২৪ অর্থ বৎসরে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ৭.৫% করায় জনগণ ভ্যাট প্রদানে উৎসাহিত হয় ফলে পূর্বের চেয়ে বেশি রাজস্ব আদায় হয়। ভ্যাট কমিয়ে ৩% নিয়ে এসে রাজস্ব আদায়ের ক্ষেত্র বৃদ্ধি করলে কাঙ্খিত রাজস্ব আদায় সম্ভব।
৫। অতিরিক্ত ভ্যাট আরোপে ব্যাবসা সংকুচিত হবে ফলে এইখাতে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান হুমকিতে পড়বে।৬। সরকারের অদূরদর্শীতার কারণে এখনও ৫০% ব্যাবসা প্রতিষ্ঠান ভ্যাটের আওতার বাহিরে।
সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে ভ্যাট আদায়ে যৌথ পদক্ষেপ গ্রহণ করলে অতিরিক্ত ভ্যাট আরোপ না করেই ব্যাপক রাজস্ব আদায় সম্ভব।
Good news
Good