৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

২৩ নভেম্বর, ২০২২

মোঃ শামীম হোসাইন,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: প্রবাসীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায সড়ক দুর্ঘটনায় পায়েল সর্দার (২৮) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের এটিএসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পায়েল কসবা উপজেলার খাড়েরা গ্রামের কাইয়ূম সর্দারের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে পায়েলসহ দুজন কসবার খাড়েরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সুলতানপুর এলাকায় মোটরসাইকেলটি একটি কাভার্ডভ্যানের পেছন ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা পায়েল ঘটনাস্থলে মারা যান। এ সময় মোটরসাইকেল চালক গুরুতর হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহত ব্যাক্তির নাম ঠিকানা জানা যায়নি।

এটিএসআই রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে দুজন আরোহীর মধ্যে পিছনে বসা আরোহী ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর আরোহীকে স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good