০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বৈঠার ছন্দে মাতিয়ে তুললো যমুনা নদী

২৫ সেপ্টেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: ছবি:

আবহমান বাঙালী জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ প্রতিযোগিতা। নদী মাতৃক এ দেশের গ্রামীণ লোক সাংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে দেশের বিভিন্ন নদ-নদী ও বিল-হাওড়ে আয়োজন করা হয় নৌকা বাইচের। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের দিগন্ত বিস্তৃত জলভরা দৃষ্টিনন্দন যমুনা নদীতে উৎসব মূখর পরিবেশে এবারো অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

 থৈথৈ জলে, ঢাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তোলে যমুনার শান্ত জলের ঢেউকে। আর সেই তালে তাল মেলাতে বিশাল বিস্তৃত যমুনা নদীর  বুকে নামে হাজারো জনতার ঢল । 

প্রতি বছরের মতো এবারও বর্ণীল এ নৌকা বাইচের আয়োজন করে স্থানীয় সংসদ তানভীর হাসান ছোট মনি। 

শুক্রবার ও  শনিবার দুদিন ব্যাপী (২৩ সেপ্টেম্বর) টাঙ্গাইলের ভূঞাপুর  উপজেলার দৃষ্টিনন্দন ও নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি যমুনা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

এ নৌকাবাইচ দেখতে শুক্রবার  বিকালে বিনোদনপ্রেমী দর্শণার্থীদের ঢল নামে যমুনা নদীর পাড়ে । জেলার অন্যতম বিনোদনমূলক এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও উপজেলা থেকে জলপথে নৌকা আর সড়কপথে যানবাহনে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো। তবে দর্শনার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধির প্রতি ছিলোনা  কোন স্বাস্থ্য সচেতনতা।

প্রতিযোগিতায় খুলনা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা ও টাঙ্গাইলে কয়েকটি উপজেলা থেকে আল্লাহ ভরসা, মায়েরদোয়া, সোনারতরী, ফুলেরতরী, আদর্শতরী, ময়ূরপঙ্খী, পঙ্খীরাজ জলপরিসহ বাহারী নাম ও রঙের ডিঙি, কুশা, সিপাই, খেল্লা, অলংগাসহ কয়েক ক্যাটগরির প্রায় অর্থশত নৌকা অংশ গ্রহণ করে। ছোট, বড় ও মাঝারী নৌকা পৃথক পৃথক কয়েকটি রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল নাগরপুর থেকে আসা নোমান মিয়া বলেন,নৌকা বাইচ দেখে খুব ভালো লাগলো। সামনে আবারো এই নৌকা বাইচ চাই। 

বাসাইল উপজেলা থেকে নৌকা বাইচ দেখতে আসা সুজন নামে এক কলেজ ছাত্র বলেন,জীবনের প্রথম নৌকা বাইচ দেখলাম। বলে বুঝানো যাবেনা কত ভালো লাগলো। আগামী বছর আবারো এই নৌকা বাইচ চাই। 

সুমাইয়া নামে এক স্কুল শিক্ষার্থী বলেন,বাড়ির পাশেই নৌকা বাইচ হচ্ছে তাই বাবা মায়ের সাথে দেখতে আসছি। এসে নৌকা বাইচ দেখে অনেক ভালো লাগলো। প্রতি বছর এই নৌকা বাইচ আয়োজন করার দাবী জানাই আয়োজকদের কাছে। 

প্রতিযোগিতার চুড়ান্ত রাউন্ডে টাঙ্গাইলের ভূয়াপুরের 'সোনার তরীথনৌকাটি চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় কালিহাতী উপজেলার  হিরার তরী। পরে অতিথীবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।এ সময় চ্যাম্পিয়ন ও রানারআপসহ অংশ গ্রহণকারী প্রত্যেকটি নৌকাকেই আকর্ষনীয় পুরষ্কার দেওয়া হয়।

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হোসেন চকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনি । প্রতিযোগিতার  উদ্বোধন করেন সিরাজগঞ্জ ২ আসনের এমপি হাবিবে মিল্লাত। 

বরেন্য অতিথী ছিলেন, সিরাজগঞ্জ ১ আসনের এমপি তানভীর শাকিল জয় ও ভূঞাপুর উপজেলা আওমীলীগের  সভাপতি ও ভূঞাপুর পৌরসভার মেয়র  মাসুদুল হক মাসুদ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good