০২ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: সংগৃহীত
বন্যপ্রানী আইন লঙ্ঘন করে কণ্ঠশিল্পী তাহসানের নব্য বিবাহিতা স্ত্রী ও ফুড ব্লগার রোজা আহমেদের টিয়া পালনের ছবি তার ভেরিফাইড টিকটক একাউন্ট দিয়ে প্রচার করার অভিযোগ পাওয়া গেছে।
এভাবে বন্যপ্রাণী প্রদর্শন ও পালন একটি শাস্তিযোগ্য অপরাধ বলেও সতর্ক করছেন বন অধিপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান,দেশী টিয়া বন্যপ্রাণীর অন্তর্ভুক্ত এটি প্রদর্শন করা শাস্তিযোগ্য অপরাধ।এছাড়া এভাবে ডিজিটাল মাধ্যমে এটি প্রদর্শন করলে বন্যপ্রাণী অপরাধের প্ররোচনার অপরাধও সংগঠিত হয়।এতে অন্যরাও টিয়া পালনে উদ্ভুদ্ধ হচ্ছে।বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিব।
হবিগঞ্জের পাখি প্রেমিক সোসাইটির সদস্য মোঃ কাইয়ুম মিয়া জানান,ওই ধরনের পাখি ফেসবুকে প্রদর্শন করায় আগেও ডিবিসির চ্যানেলের এক উপস্থাপিকাকে আদালত পাচ হাজার টাকা জরিমানা করে।
এ ধরনের কাজ বন্যপ্রাণীর জন্য হুমকি।
এ ব্যাপারে জানতে রোজা আহমেদকে একাধিক ফোন ও মেসেজ দেয়া হলেও তিনি ফোন ধরেননি।