১৭ মার্চ, ২০২৩
ছবি: র্যালীতে উপস্থিত আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের র্যালী, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয়, মুজিববর্ষের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। উপজেলা সদরের আনন্দ র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আ. সাত্তার মোল্লা, উপজেলা আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির হোসেন পাইকসহ প্রমুখ।