১৭ মার্চ, ২০২৩
ছবি: কেক কাটা ও অনুষ্ঠানের কিছু চিত্র
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বেবী কেয়ার কিন্ডারগার্টেন এন্ড কোচিং হোম।
শুক্রবার সকালে জাতীয় পতাকা তুলে দিনটি উযাপন শুরু হয়। এরপর সকাল ৮:০০ ঘটিকায় এ অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ রাসেল মিয়া। সঙ্গে ছিলেন বেবী কেয়ার কিন্ডারগার্টেন এন্ড কোচিং হোম এর সহকারী প্রধান শিক্ষক আমজাদ সাদিক।
বেলা ৯:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একটি বৃহৎ আকৃতির কেক কাটা হয়। এর আগে সকাল সাড়ে ৮:০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ওপর প্রধান শিক্ষক মোঃ রাসেল মিয়া সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেবী কেয়ার কিন্ডারগার্টেন এন্ড কোচিং হোম এর সহকারী প্রধান শিক্ষক আমজাদ সাদিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিসাব সহকারী মোঃ আব্দুল রউফ, কাজী মৌলভী মোঃ মোকাদ্দাস আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, প্যানেল চেয়ারম্যান- মোঃ মাসুদ পারভেজ, সহবতপুর ইউনিয়ন পরিষদ, মঞ্চ এর প্রতিষ্ঠাতা পরিচালক- মোঃ এরশাদ মিয়া সহ অন্যান্য সদস্যরা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ (৩রা চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) রাত ৮:০০ ঘটিকায় তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্ট অন্তর্ভুক্ত ফরিদপুর জেলায় গোপালগঞ্জে মহকুমার পাটঘাটি ইউনিয়ন বাইগার নদী তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
শিশুকালে ‘খোকা’ নামে পরিচিত শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।
তার নির্দেশনায় নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বীর বাঙালি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিনিয়ে আনে বিজয়। জন্ম হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।