৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বিয়েবিচ্ছেদের চিঠি পেয়ে বোতল ভেঙে পেটে ঢুকিয়ে নারীর ‘আত্মহত্যা’

৩১ ডিসেম্বর, ২০২২

জুয়েল রানা,
স্টাফ রিপোর্টার

ছবি: হাসপাতালে মাহিমা খানাম মুলানের মায়ের আহাজারি।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘গুলশান নিকেতন এলাকা থেকে এক গৃহবধূ নিজের পেটে বোতল ঢুকিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি গুলশান থানায় জানানো হয়েছে।’

রাজধানীতে স্বামীর কাছ থেকে বিয়েবিচ্ছেদের চিঠি পেয়ে অভিমান করে কাচের বোতল ভেঙে পেটে ঢুকিয়ে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত ৯টার দিকে গুলশানের নিকেতন থেকে উদ্ধার করে ওই নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ২৩ বছর বয়সী নারীর নাম মাহিমা খানাম মুলান। তার সাবেক স্বামী জুবায়ের হোসেনকে আটক করেছে পুলিশ। আহত অবস্থায় মুলানকে হাসপাতালে আনা জুবায়ের হোসেন বলেন, ‘আমাদের গত ২ মে বিয়ে হয়। প্রায় ২-৩ মাস ভালোই ছিলাম, তবে সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকলে ২৬ ডিসেম্বর তাকে ডিভোর্স দেই। এরপর থেকে আমি বাড়ির বাইরে থাকি।’

তিনি বলেন, ‘নিকেতন আমার অফিসে এসে মুলান আমার সঙ্গে ঝগড়া করে একপর্যায়ে অফিসের ফ্রিজের বোতল ভেঙে তার পেটে ঢুকিয়ে দেয়। অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, তারা উত্তর বাড্ডার নাবিলা হাউজিংয়ে চতুর্থ তলার একটি ফ্ল্যাটে থাকতেন। মুলানদের বাড়ি মুন্সীগঞ্জ সদর বিখাবি বাজারে। তার বাবার নাম মো. মোফাজ্জল হোসেন।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘গুলশান নিকেতন এলাকা থেকে এক গৃহবধূ নিজের পেটে বোতল ঢুকিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি গুলশান থানায় জানানো হয়েছে।’

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good