১৪ নভেম্বর, ২০২২
ছবি: বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
গাইবান্ধায় একটি বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে পুলিশ বেধড়ক পিটিয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পরে সাউন্ড বক্সের সরঞ্জামাদি পুলিশ পিক-আপ ভ্যানযোগে উঠিয়ে নিয়ে গেছে বলেও অভিযোগ তোলা হয়।
প্রতিবাদে রবিবার বিকালে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকায় ট্রাক, ট্যাংলড়ী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সুজন মিয়ার ভাগিনা রুমনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। পাশাপাশি সাউন্ডবক্সে গানও চলছিল। এ সময় জেলা ও দায়রা জজ আদালতের পেশকার সাহিদুর রহমান ও শহিদুজ্জামানসহ গাইবান্ধা সদর থানার এসআই জুবায়ের ও কয়েকজন কনস্টেবল ওই বাড়িতে প্রবেশ করে। পরে তারা ভাড়াকৃত সাউন্ড বক্স ও তারগুলো টানাটানি শুরু করেন। এতে বাধা দিলে পুলিশ উপস্থিত নারী-পুরুষদের মারধর করে চেয়ার-টেবিল ভাঙচুর করে সাউন্ড বক্সের সরঞ্জামাদি পিক-আপ ভ্যানযোগে উঠিয়ে নিয়ে যান। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম সাংবাদিকে জানান, ঘটনাটি জানতে পেরেছি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Good news
Good