৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন / খেলাধুলা / বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবল ও সৌদি আরবের জয় আলোচনা সমালোচনা

২৫ নভেম্বর, ২০২২

সাইফুর রহমান বাদল,
হরিণাকুণ্ডু উপজেলা (ঝিনাইদহ) প্রতিনিধি

ছবি: কাতার বিশ্বকাপ

গত কয়েকদিন দিন পূর্বে ফিফা বিশ্বকাপে সৌদি আরবের জয় হয়েছে এটা মুসলমানদের জন্য একটু স্বস্তির নিশ্বাস এনে দিয়েছে। সারা পৃথিবীর মুসলিমরা এনজয় করেছে এমনকি সৌদি আরবের উপস্থাপক যে আনন্দ করেছে সেটাও বিশ্ববাসী দেখেছে। আবার আর্জেন্টিনার ভক্ত মুসলিম তারপরও সৌদির বিপক্ষে পোস্ট করতে দেখেছি এনিয়ে অনেকে সোশাল মিডিয়ায় ট্রোলও করেছে। কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে উপলব্ধি করলাম সেটা হলো সৌদি আরবের জয়ে মুসলমানদের জয় নাই বরং পরাজয়। কারণ দর্শাবো পরে আগে কিছু কথা বলি খেলাগুলো অনেকটাই জোয়াখেলার মতই আর এটাতো আল্লাহ তায়ালা নিষিদ্ধ করেছেন। তারপর মুসলমানদের সতর অর্থাৎ হাঁটুর উপরে কাপড় উঠানো ফরজ বর্জন করার মতো  গুনাহ হয়, সেটা ঠিক আছে কিনা দেখেন। যেখানে ফরজ বিবর্জিত হয় ফরজকে কেয়ার করা হয়না তবে হারাম নিয়ে মাতামাতি আর মদের বোতল নিয়ে  নাচানাচি করার সমান নাই? আমরা কখনও ইসলামের আইন দিয়ে বিবেচনা করিনা আবেগ দিয়ে উপলব্ধি করার জন্য মাতামাতি করি আর আসলেও ইসলামে অনুমোদন আছে কিনা জানার চেষ্টাও করিনা।

এবার কারণ দর্শাবো সেটা হলো তবে এটা আবার অনেক আবেগি সাপোর্টার আছে এনিয়ে ট্রোল করতে পারেন কিন্তু করার আগে ভালো করে ভাবেন একজন মুসলিম হিসেবে। সৌদি আরব জিতার পর তারা এখন উজ্জীবিত এবং উচ্ছ্বাসিত যে, কিভাবে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এমনকি সৌদি সরকারও তাদের আরও অনুপ্রেরণা দেবেন। কিন্তু একটু ভেবে দেখেনতো এটা ইসলাম সম্মত কিনা। তাদের আরও অশ্লীলতার দিকে ঠেলে দেওয়া আর খারাপ কাজের জন্য উস্কে দেওয়ার সামিল ছাড়া আর কিছুই নাই। পশ্চিমারা এর মাধ্যমে ইসলামকে দুরে রাখার একটা প্ল্যান দেখিয়ে দিলেন। আবার কিছু ভালো দিকও কাতার সরকার বিশ্বকে জানান দিচ্ছে যে ইসলাম শান্তি এবং শৃঙ্খলার ধর্ম। অনেক ইসলাম ফোবিয়ার শিক্ষা দিচ্ছে ইসলামের প্রকৃত রুপ সম্পর্কে। ইসলামের সৌন্দর্যকে সুন্দরভাবে উপস্থাপন করছে আর বুঝানোর চেষ্টা করছে যে, ইসলাম সবসময় শৃঙ্খলাকে পছন্দ করে।
 

Related Article