৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
ধর্ম ও জীবন

বিশ্ব বরেণ্য স্কলার শাইখ প্রফেসর ড. ইউসুফ আল কারযাভী ইন্তেকাল করেছেন।

২৬ সেপ্টেম্বর, ২০২২

ডা.এম.এ.মান্নান,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: ছবি: শাইখ প্রফেসর ড. ইউসুফ আল কারযাভী

বিশ্ব বরেণ্য স্কলার ও ইসলামী চিন্তাবিদ শাইখ প্রফেসর ড. ইউসুফ আল কারযাভী ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন,


বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার 
ড. ইউসুফ আল-কারযাবী ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয় ইন্না ইলাইহি রাজিঊন।

ইসলামী আন্দোলন, মানব জীবন, সামাজিক বিধান, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, দর্শনসহ নানা দিক বিভাগ নিয়ে অসংখ্য বই লিখেছেন তিনি।

মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের ইসলামী জগরণে তার ভূমিকা অনন্য। মিশরীয় বংশদ্ভূত দ্বীনের বিশিষ্ট খাদেম কারযাভী মুসলিম ব্রাদারহুড সরকার পতনের পর থেকে কাতারে নির্বাসিত জীবন যাপন করেছেন।

মহান আল্লাহ তার প্রিয় বান্দাকে জান্নাত নসিব করেন,আমিন।

Related Article
comment
Poran Hasan
25-Mar-23 | 10:03

ধন্যবাদ 🌸💚

মোঃ মনির হোসেন বকাউল
28-Sep-23 | 10:09

Good news