২৬ সেপ্টেম্বর, ২০২২
ছবি: ছবি: শাইখ প্রফেসর ড. ইউসুফ আল কারযাভী
বিশ্ব বরেণ্য স্কলার ও ইসলামী চিন্তাবিদ শাইখ প্রফেসর ড. ইউসুফ আল কারযাভী ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেছেন,
বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার
ড. ইউসুফ আল-কারযাবী ইন্তেকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয় ইন্না ইলাইহি রাজিঊন।
ইসলামী আন্দোলন, মানব জীবন, সামাজিক বিধান, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, দর্শনসহ নানা দিক বিভাগ নিয়ে অসংখ্য বই লিখেছেন তিনি।
মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের ইসলামী জগরণে তার ভূমিকা অনন্য। মিশরীয় বংশদ্ভূত দ্বীনের বিশিষ্ট খাদেম কারযাভী মুসলিম ব্রাদারহুড সরকার পতনের পর থেকে কাতারে নির্বাসিত জীবন যাপন করেছেন।
মহান আল্লাহ তার প্রিয় বান্দাকে জান্নাত নসিব করেন,আমিন।
ধন্যবাদ 🌸💚
Good news