১৭ Jun, ২০২৩
ছবি: বিষ্ণুপুর ইউনিয়নে শহরবাড়ি এলাকায় গাছ কাটার চিত্র
নওগাঁর মান্দা উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের শহরবাড়ি কর্ণভাগ এলাকায় সরকারি রাস্তার গাছ কর্তন করে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। গাছ কর্তন করাকে কেন্দ্র করে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ১৩- ১২- ২২ ইং তারিখে লিখিত অভিযোগ করেন এলাকার সুধীজনরা।
অভিযোগের প্রেক্ষিতে আশ্বাস প্রদান করেন নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি জনিত কারনে সক্রিয় চক্রের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা র নির্দেশ অমান্য করে পুনরায় ১০-০৬-২২ইং তারিখে আবারো ১৩টি গাছ কর্তন করে।
গাছ কাটাকে কেন্দ্র করে আজ দুপুর ১২টায় পুনরায় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু কে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন এলাকাবাসী।
আভিযোগ সূত্রে জানা যায়,১৪নং বিষ্ণুপুর ইউ পি শহরবাড়ী গ্রামে সরকারি খাস সম্পত্তি দাগ নং ৪০৯,৫৫৭,৪৬১ যাহা জন সাধারনের চলাচলের রাস্তা হিসাবে ব্যবহার কিত যাইগায় উদ্যোগী স্হানীয় কিছু ব্যাক্তি কমিটি করে প্রায় ২০০শতটি মেহগনি ইউক্যালিপটাস গাছ রোপন করে রক্ষণাবেক্ষণ করে আসছিল। গাছ গুলো বড় হওয়ায়, গ্রামের কিছু ব্যাক্তি নিজ উদ্দেগে কর্তন ও বিক্রয় পরিকল্পনা করে ১০/১২/২২তারিখে কিছু গাছ কর্তন করে। তখন গ্রামবাসীর বাধাই মুখে কর্তনকৃত গাছ রেখে চলে যায়। গাছ কর্তনের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বরাবর অভিযোগ করেন ১৩/১২/২২ইং তারিখে। অভিযোগের প্রেক্ষিতে গাছ কাটা নিষেধাজ্ঞা দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা র বদলি জনিত কারনে পুনরায় তারা ১০/০৬/২২ ইং তালিখে ১১টি গাছ কর্তন করে, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/ টাকা।
নির্বাহী কর্মকর্তা স্হানীয় চেয়ারম্যান কে বিষয় টা তদন্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ থাকায় চেয়ারম্যান কে বিষয় টা অবগত করলে মেম্বার সহ গ্রাম পুলিশ গাছ জব্দ করে। গাছ কাটার নেতৃত্ব দিয়েছেন ১। উজ্জল কুমার মজুমদার, পিতা মৃত নরেন্দ্রনাথ মজুমদার ২। সনজিত চৌধুরী, পিতা শুশীল চৌধুরী ৩।অরবিন্দু চক্রবর্তী পিতা অমল কৃষ্ণ চক্রবর্তী ৪।অসিত কুমার মন্ডল পিতা মৃত অনিল মন্ডল ৫।পুলক কুমার রায় পিতা মৃত অনিল মন্ডল ৬।বিশ্বজিত মন্ডল পিতা নারায়ণ চন্দ্র মন্ডল ৭।উৎপল কুমার মন্ডল পিতা বিরেন্দ্র নাথ মন্ডল ৮।উত্তম মন্ডল পিতা রামেন্দ্র নাথ মন্ডল ৯।রতন চৌধুরী পিতা মৃত ধীরেন চৌধুরী ১০।পলাশ চৌধুরী পিতা নিরান্জন চৌধুরী ১১।সুন্দর মন্ডল পিতা গোলাপ মন্ডল ১২।বিজন মন্ডল পিতা বিকাশ মণ্ডল ১৩।শক্তি প্রামানিক পিতা শিবচরন মন্ডল ১৪।রাজেন প্রমূখ।
চেয়ারম্যান এস এম আজম জানান,পূর্বে গাছ কাটার নিষেধ ছিল। পুনরায় গাছ কাটার খবর পেয়ে নিষেধ করে, সঙ্গে সঙ্গে মান্দা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করি। তিনি যে সিন্ধান্ত দিবে তা বাস্তবায়ন করবো।
এব্যাপারে উজ্জ্বল ও অরবিন্দ সাথে যোগাযোগ করলে জানান,আমরা মন্দিরের কাজের জন্য গাছ কমিটির সিদ্ধান্তক্রমে গাছ কর্তন করি, চেয়ারম্যান বাধা দেওয়ায় কারণে আমরা কাজ বন্ধ করেছি। কর্তনকৃত গাছ ওখানেই রেখেছি। তবে প্রশাসনের কোন অনুমতিপত্র না থাকার কথা স্বীকার করেন।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।