৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথা বিনা ভোটে বিজয়ের পথে ফেনীর আওয়ামী লীগ প্রার্থীরা

১৭ সেপ্টেম্বর, ২০২২

,

ছবি:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথা বিনা ভোটে বিজয়ের পথে ফেনীর আওয়ামী লীগ প্রার্থীরা

ফেনীতে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে আওয়ামী লীগের সব প্রার্থী। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। 
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসানে'র হাতে মনোনয়নপত্র জমা দেন চেয়ারম্যান পদপ্রার্থী খায়রুল বশর মজুমদার তপন। এই সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড.মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার পর দলীয় মনোনয়ন বোর্ডের নিকট জেলার সাধারণ সদস্য পদে ৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ জনের বিপরীতে সর্বমোট ১৩১ জন আবেদন করেন।
জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা বোর্ড যাচাই-বাছাই শেষে সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে সৈয়দ সাইফুল ইসলাম, ২ নং ওয়ার্ডে কাজী ওমর ফারুক, ৩ নং ওয়ার্ডে মোঃ আবু তালেব জেকব, ৪ নং ওয়ার্ডে নুরুল আফসার আপন,  ৫  নং ওয়ার্ডে খায়েজ আহাম্মদ,  ৬ নং ওয়ার্ডে আব্দুর রহিম মানিক এবং সংরক্ষিত মহিলা আসনে ১,২ ও ৩ নং ওয়ার্ডে লায়লা জেসমিন বড়মনি এবং ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে শাহিদা আক্তার শেফালী মনোনয়নপত্র জমা দেন।
এদিকে জেলা বিএনপি'র পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রের সিদ্ধান্ত না থাকায় তারা মনোনয়নপত্র জমা দেননি। জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন দল থেকে কোন নির্দেশনা না থাকায় তারা মনোনয়নপত্র জমা দেননি।
যেখানে সব ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার জনপ্রতিনিধি আওয়ামী লীগের সেখানে অন্য প্রার্থী দিয়ে লাভ নেই। বৃহস্পতিবার সকালে জেলার সকল জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট হাফেজ আহম্মেদে'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

নিজাম উদ্দিন হাজারী বলেন,  জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামী লীগ যাদের মনোনয়ন দিয়েছে, তাঁদের বাইরে কেউ মনোনয়নপএ জমা দিলে সে মনোনয়নে কোন জনপ্রতিনিধি প্রস্তাবক ও সমর্থক হিসেবে স্বাক্ষর করতে পারবে না। যদি কেউ করেন তাহলে তাঁরা বিএনপি-জামায়াতের এজেন্ট  হিসেবে কাজ করছেন বলে ধরা হবে। যদি কেউ কোনো প্রার্থীর পক্ষে মনোনয়নে প্রস্তাবক ও সমর্থক হিসেবে স্বাক্ষর করে থাকেন, তাহলে নির্বাচন অফিসে গিয়ে আজই (বৃহস্পতিবার) তা প্রত্যাহার করে নিন।

নিজাম হাজারী আরও বলেন,  
জেলা পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি ছাড়া অন্য কারও ভোট দেওয়ার সুযোগ নাই। সদস্যপদে ১৩১ জন মনোনয়নপএ ক্রয় করেছিলেন। আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি পছন্দ করে দিতে। আমি জানি সবাই আমাদের দলের ত্যাগী নেতা-কর্মী কিন্তু কিছু তো করার নেই। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার সঙ্গে থেকে সবাই কাজ করুন।
তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ভোটের দিন ধার্য রয়েছে। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপএ বাছাই ১৮ সেপ্টেম্বর মনোনয়নপএ বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর শেষ সময়ে প্রার্থিতা প্রত্যাহার না করলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good