১৬ অক্টোবর, ২০২২
ছবি: আগৈলঝাড়া বিজয়া পুনঃ মিলনী সভায় বক্তব্য রাখেন এমপি আবুল হাসনাত আবদুল্লাহ ও পূজা উৎযাপননেতৃবৃন্দ
বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গা পুজা পরবর্তি বিজয়া দশমী উপলক্ষে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সাথে রবিবার সকাল এগারটায় আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের সেরনিয়াবাত ভবন চত্তরে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), জেলা আ.লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পুণঃমিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বিজয়া পুণঃমিলনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় উপজেলার ১৬৩টি পুজা মন্ডপে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিয়কালে প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দর উদ্যেশ্যে বলেন, একমাত্র আওয়ামী লীগ দলই অসাম্প্রদায়িক দল। স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক এই দলটি শুধু তৈরীই করেননি; দেশের সংবিধানেও ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন। আপনারা অনেক সরকারের শাসনআমল দেখেছেন, এর মধ্যে আওয়ামী লীগই হিন্দু ধর্মসহ অন্যান্য সকল সম্প্রদায়ের ধর্ম পালনে সার্বিক সাহায্য করে আসছে। আওয়ামী লীগ সরকার মন্দির নির্মানের জন্য ৩৪২ কোটি টাকা, এবং ৬৪৫০টি মন্দির ভিত্তিক শিশু শিক্ষা স্কুল কার্যক্রম চালু রেখেছে। তাই আগামী জাতীয় নির্বাচনে আপনারা কোন প্রতীকে আপনাদের রায় প্রদান করবেন সেই বিবেচনা আপনাদের উপরই ছেড়ে দিলাম। চলতি বছর আগৈলঝাড়া উপজেলায় ১৬৩টি পুজা মন্ডপে মাননীয় প্রধানমন্ত্রী অনুদানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে, উৎসবমুখর পরিবেশে পুজা সম্পন্ন করতে পেরেছেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল দাস, পুজা উদযাপন পরিষদের সদস্য দুলাল দাসগুপ্ত, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, পুজা উদযাপন পরিষদের সদস্য নিখিল সমদ্দার ,তারক চন্দ্র দে, হরেকৃষ্ণ হালদার, নিত্যানন্দ মজুমদার, পুলিন বাড়ৈ, রমনী কান্ত সরকার,তপন বসু।
ধন্যবাদ 🌸💚
Good news