১১ নভেম্বর, ২০২২
ছবি: বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা
৩রা ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ, আর এই সমাবেশ সফল করার লক্ষ্যে
আজ বিকেলে একটি কনভেনশন সেন্টারে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভাপতিত্বে করেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, ওবাইদুর রহমান চন্দন সহ খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোঃ সুমন রানা।
এছাড়াও রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মোঃ মাসুদুর রহমান স্বজন উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, আমরা যুবদলের নেতৃত্ত্বে অন্যান্য জেলা থেকে আগত সকল ভাইদের সার্বিক দিকনির্দেশনা গ্রহন করবো! প্রয়োজনে মাঠে খড় বিছিয়ে সামিয়ানা টাঙ্গিয়ে সবাই শীতের মধ্যে মাঠে অবস্থান নিবো, সেই সাথে তাদের খাবারের ব্যবস্থা ও করতে চান এই নেতা।
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, রাজশাহীর সমাবেশ হবে অন্যান্য বিভাগের চেয়ে আরও বেশি শক্তিশালী। তাছাড়া রাজশাহী বিভাগের ৮টি জেলার- রাজশাহী মহানগর যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, সহ অন্যান্য সহযোগী সংগঠনের সুপার ফাইভ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Good news
Good